নিউজ ডেস্ক : আমার জীবনে মিরপুরের বিভিন্ন জায়গায় গেলেও কোনোদিন রূপনগরে যাইনি। ওই এলাকার রাস্তাঘাট, ঘরবাড়ি কেমন তাও জানি না- আদালতে এসব কথা বলেছেন ভোলার সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকব। বুধবার (২০ নভেম্বর) ঢাকা চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলায় রিমান্ড শুনানিকালে এসব কথা বলেন তিনি।
জ্যাকব বলেন, আওয়ামী লীগের রাজনীতি করেছি ভোলার চরফ্যাশনে। ঢাকায় কোনোদিন কোনো রাজনৈতিক কর্মসূচিতে ছিলাম না। এই যে শামীম হাওলাদার হত্যার কথা বলা হচ্ছে তাকে কোনোদিন দেখিও নি। নামও শুনিনি। শুধু শুধু এই মামলায় আমাকে জড়ানো হয়েছে।
তিনি বলেন, আপনি বিচারক আপনাকে বলি, আমাকে রিমান্ডে দিবেন না। প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। যে কাজ আমি করিনি তার জন্য কেন আমাকে সাজা দিবেন। আমার এলাকায় আমি যত উন্নয়ন করেছি তা না দেখলে বোঝানো যাবে না। নদী উপকূলবর্তী এলাকার চেহারা বদলে দিয়েছি আমি। আমার এলাকার উন্নয়নে ইর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জ্যাকবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।