মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

কোচ হতে চান দি মারিয়া

প্রতিবেদক
surmaparerkotha
নভেম্বর ১৯, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক : খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে কোচিং পেশায় আশার সম্ভাবনা নেই বলে এক সাক্ষাৎকারে জানান লিওনেল মেসি। তবে এই পেশায় আর্জেন্টাইন অধিনায়কের আগ্রহ না থাকলেও তার বন্ধু ও সাবেক সতীর্থ আনহেল দি মারিয়ার আছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।

ক্লাঙ্ক মিডিয়া নামে এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দি মারিয়া বলেছেন, ‘কোচ হওয়ার জন‍্য কোর্স করছি। যদি প্রয়োজন হয় সেটা ভেবেই করছি। ৩০ বছর বয়স থেকে ফুটবলকে ভিন্ন চোখে দেখে আসছি এবং বিশ্লেষণ করছি।’

কোচিংয়ে আসবেন বলে এখন থেকেই ম্যাচের কলাকৌশল আয়ত্ত করার কাজটা করছেন বলে জানিয়েছেন দি মারিয়া। রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক উইঙ্গার বলেছেন, ‘শুধু খেলোয়াড় হিসেবে নয়, একজন কোচের দৃষ্টিতে দেখছি।

জানি, কোচিং করানো অনেক বেশি কঠিন। কারণ অনেক বেশি সময় দিতে হবে। একজন খেলোয়াড়ের শুধু অনুশীলন করা আর বাড়ি যাওয়া-আসার মধ্যে কাজ সীমাবদ্ধ।’সর্বশেষ কোপা আমেরিকায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পরেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন দি মারিয়া।

তবে ক্লাব ক্যারিয়ারের এখনো ইতি টানেননি তিনি। পর্তুগিজ ক্লাব বেনফিকার সঙ্গে ২০২৫ সালের জুন পর্যন্ত ‍চুক্তি আছে দি মারিয়ার। কোচিং পেশায় আসতে তাই এরপর বুটজোড়া তুলে রাখবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে যখনই অবসর নেন না কেন কোচিং পেশায় আসবেন জানিয়ে তিনি বলেছেন, ‘যখন অবসর নেব তখন পরিবারের সঙ্গে সময় উপভোগ করতে চাইব। এরপর হয়তো এটা (কোচিংয়ে আসা) হতে পারে।

সর্বশেষ - জাতীয়