মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

কেরালায় সড়ক দুর্ঘটনায় ৫ মেডিকেল শিক্ষার্থী নিহত

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ৩, ২০২৪ ১১:৫৮ পূর্বাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

ভারতের কেরালায় যাত্রীবাহী বাসের সঙ্গে শিক্ষার্থীদের বহন করা গাড়ির সঙ্গে সংঘর্ষে এমবিবিএসের পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে কেরালার কালারকোডের কাছে এ দুঘটনা ঘটে।

বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের বহন করা গাড়িটি দুমড়ে মুড়চে গেছে। এছাড়া বাসটিরও ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের বের করতে গাড়িটি কেটে ফেলতে হয়েছে।

নিহতরা সবাই বান্দানাম মেডিকেল কলেজে প্রথম বর্ষের এমবিবিএস শিক্ষার্থী ছিলেন। তারা হলেন মোহাম্মাদ, মুহসীন, ইব্রাহিম, দেবানন্দ এবং শ্রীদীপ। ঘটনাস্থলেই তিনজন মারা যান। বাকি দুজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় আরও দুজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে আলাপপুজ্জা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
স্থানীয়রা জানিয়েছে, শিক্ষার্থীদের বহন করা গাড়িটি ওভারটেক করতে গেল বাসটির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - জাতীয়