সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

কুমিল্লায় লাঞ্ছিত সেই মুক্তিযোদ্ধা আশ্রয় নিলেন ফেনীতে

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ২৩, ২০২৪ ২:২১ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

কুমিল্লার চৌদ্দগ্রামে লাঞ্ছিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু নিরাপত্তাহীনতার কারণে এলাকা ছেড়েছেন। রোববার (২২ ডিসেম্বর) বিকেলেই তিনি কুমিল্লা থেকে ফেনীতে চলে যান বলে জানিয়েছে তার পরিবার। তবে, এই ঘটনার প্রেক্ষিতে আইনানুগ কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

ফেনীতে তার এক নিকটাত্মীয়ের সঙ্গে অবস্থান করছেন তিনি। মারধর করায় বেশ আহতও হয়েছেন। আপাতত কুমিল্লাতে থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। পুলিশ ও প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করলে চৌদ্দগ্রামে নিজ বাড়িতে ফিরে আসার ইচ্ছেও রয়েছে তার।

এর আগে, গতকাল রোববার উপজেলার পাতড্ডা গ্রামে খেতাবপ্রাপ্ত সেই বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে এলাকা ছাড়া করে স্থানীয় কিছু লোক। শারীরিকভাবেও আঘাত করা হয় তাকে। এই ঘটনার ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ঘটনার প্রেক্ষাপটে নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। একইসঙ্গে এটি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকেও নির্দেশ দেয়া হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সর্বশেষ - জাতীয়