সুরমা পারের কথা ডেস্কঃ
টঙ্গীর ইজতেমা মাঠ দখলের চেষ্টা করলে মাওলানা সাদের অনুসারীদের কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাবলিগ জামাতের মাওলানা জোবায়ের পক্ষের মিডিয়া সমন্বয়ক হাবিবউল্লাহ রায়হান।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ হুঁশিয়ারি দেন তিনি।
হাবিবউল্লাহ রায়হান বলেন, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে সাদপন্থীদের হামলায় তাদের তিনজন সাথী নিহত হয়েছেন। এই ঘটনায় হত্যা মামলা করা হবে। তিনি যোগ করেন, ইজতেমা ময়দানে আগামি বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই জোবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
জোবায়ের পক্ষের মিডিয়া সমন্বয়ক বলেন, মাওলানা সাদের অনুসারীরা প্রশাসনের আদেশ অমান্য করেছে। সাদপন্থীরা আবারও ইজতেমা মাঠ দখলের চেষ্টা করলে তাদের প্রতিহত করবে সাধারণ মুসল্লিরা।
সংবাদ সম্মেলনে জানানো হয় তাবলিগ জামাতের এই বিভক্তি ইজতেমার সাধারণ মুসল্লিদের মধ্যে কোনো প্রভাব ফেলবে না। তবে মাওলানা সাদ তার মতবাদ থেকে ফিরে এসে ক্ষমা চাইলে এই সমস্যার সমাধান সম্ভব বলেও মনে করেন জুবায়েরপন্থীরা।
সকাল থেকেই পুরোপুরি ফাঁকা দেখা গেছে ইজতেমা মাঠ। ময়দান ছেড়ে গেছেন মাওলানা সাদের অনুসারীরা। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে এখন মাঠটি।