বুধবার , ২৭ নভেম্বর ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

আসবে ‘পুষ্পা ৩’, ইঙ্গিত দিলেন: রাশ্মিকা

প্রতিবেদক
surmaparerkotha
নভেম্বর ২৭, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক : মুক্তির অপেক্ষায় বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘পুষ্পা ২’। এরই মধ্যে সিনেমাটির তৃতীয় কিস্তির ইঙ্গিত দিলেন অভিনেত্রী রাশ্মিকা মান্দানা। ‘পুষ্পা’ অভিনেত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নোট লিখেছেন, যেখানে ৫ বছরের দীর্ঘ এই যাত্রা শেষ করার পর নিজের একান্ত অনুভূতিগুলো শেয়ার করেছেন। সেই সঙ্গে জানান দিয়েছেন, তৃতীয় কিস্তি আসবে পুষ্পার।
রাশ্মিকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি দীর্ঘ নোট লিখে জানান, পুষ্পার গত ৫ বছরের জার্নি কেমন ছিল তার জন্য। তার পাঁচ বছরের দীর্ঘ যাত্রার সঙ্গীদের, বিশেষত আল্লু অর্জুন, সুকুমার এবং পুরো দলকে মিস করতে চলেছেন বলেও জানান অভিনেত্রী।

রাশ্মিকা লিখেছেন, “২৫ নভেম্বর দিনটা আবেগে পরিপূর্ণ ছিল। কিভাবে এই দিনটা বর্ণনা করব, আমি এখনো তা বুঝতে পারছি না।

তবু চেষ্টা তো করবই। ২৪ তারিখ বিকেলে সারা দিন শুটিংয়ের পর চেন্নাইয়ে গেলাম। সেদিনই আবার হায়দরাবাদে ফিরে এলাম। চার-পাঁচ ঘণ্টা ঘুমিয়ে ফের শুটিং ফ্লোরে।

দারুণ একটা গানের শুটিং করলাম। যেটা কয়েক দিন পর আপনারা জানতে পারবেন। তবে পুষ্পা নিয়ে যে গত ৫ বছর জড়িয়ে ছিলাম, যে টিমের সঙ্গে বেঁধে ছিলাম। সেই অভিজ্ঞতা ভুলব না। ধন্যবাদ আল্লু অর্জুন এবং সুকুমার স্যার।
তাই ২৪ নভেম্বর খুব পরিশ্রমের দিন ছিল। কিন্তু জানি এই পরিশ্রম বৃথা যাবে না। ধন্যবাদ সবাইকে।”
এ ছাড়া নিজের নোটে, ‘পুষ্পা ৩’ নিয়ে একটি ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘অবশ্যই এখনো অনেক কাজ বাকি রয়েছে এবং স্পষ্টতই তৃতীয় পার্ট আসবে। তবে এটি অন্যরকম অনুভূতি। মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে আসছে।’

অভিনেত্রীর বক্তব্য থেকে এটা স্পষ্ট যে ‘পুষ্পা ৩’-এর ব্যাপারে তার মধ্যে অনেক উৎসাহ রয়েছে এবং তিনিসহ এতে আরো কিছু বড় চমক অপেক্ষা করছে।

আগামী ৫ ডিসেম্বর বিশ্বের ৩ হাজার লোকেশনে বাংলা, হিন্দিসহ তামিল, তেলেগু, মালয়ালাম, কন্নড়ের মতো আরো চারটি ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা ২ : দ্য রুল’। দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সিনে বিশেষজ্ঞদের মতে, এই সিনেমা ওপেনিং ডে-তেই কেজিএফ ২-এর ব্যবসার রেকর্ড ভেঙে চুরমার করবে। গড়বে নতুন রেকর্ড। ইতোমধ্যেই ট্রেলার মুক্তি পেয়েছে সিনেমাটির। দর্শকদের মাঝে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে ট্রেলারটি।

সর্বশেষ - জাতীয়