বুধবার , ১৩ নভেম্বর ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

সুনামগঞ্জে মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৪

প্রতিবেদক
admin
নভেম্বর ১৩, ২০২৪ ১০:৪৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদ নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) তাঁদেরকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামের মৃত আব্দুল বশরের ছেলে জামিল মিয়া (২২), একই গ্রামের আবুল হোসেনের ছেলে রিপন মিয়া (৪০), মৃত আব্দুল মনাফের ছেলে আনসার মিয়া (৭০) ও আব্দুল আহাদের ছেলে শাহ আলম (১৯)।

এদিকে সংঘর্ষে নিহত বৃদ্ধ সুজাত মিয়ার (৭০) মরদেহ ময়নাতদন্তের জন্য আজ বুধবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ এতথ্য নিশ্চিত করে বলেন, গ্রামের মসজিদ নিয়ে পূর্ব বিরোধ চলছিল। যার জেরে মসজিদের কমিটি গঠন নিয়ে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ওসি বলেন, মারামারির ঘটনায় ৫৪ ধারায় ৪ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, জগন্নাথপুরের পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামের মসজিদের দ্বিতীয় তলা নির্মাণ নিয়ে ওই গ্রামের সুজাত মিয়া ও আব্দুল কাছের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে গত মঙ্গলবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলে সুজাত মিয়া নিহত হন। আহত হয়েছেন উভয় পক্ষের ৪০ জন।

আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

সর্বশেষ - জাতীয়