মঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

সিলেটে ৫০ টাকায় দেখা যাবে এনসিএল টি-টোয়েন্টি

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ১০, ২০২৪ ২:২৬ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

ঘরোয়া ক্রিকেটে এবার নতুন সংযোজন জাতীয় লিগ টি-টোয়েন্টি। আগামী ১১ ডিসেম্বর থেকে সিলেটে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। আটটি দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের আভাস মিলছে। ম্যাচগুলো টিভিতে দেখা যাবে, এছাড়া মাঠে বসেও উপভোগ করা যাবে। নামমাত্র মূল্যে সিলেটের নয়নাভিরাম মাঠের গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা।

জাতীয় লিগের চার দিনের ম্যাচ বিসিবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হলেও ২০ ওভারের এই প্রতিযোগিতা দেখা যাবে টি স্পোর্টসে। এছাড়া মাঠে বসে খেলা দেখতে হলে খরচ করতে হবে মাত্র ৫০ টাকা।

সর্বনিম্ন এই মূল্যের টিকিট গ্যালারির জন্য। ১০০ টাকায় ক্লাব হাউজে এবং সর্বোচ্চ ৩০০ টাকায় গ্র্যান্ডস্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল ফটকের টিকিট বুথে পাওয়া যাবে ম্যাচের টিকিট।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই মাঠে খেলা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। অংশ নেবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো।

সর্বশেষ - জাতীয়