সুরমা পারের কথা ডেস্কঃ
ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইওয়াশ করলেও টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজ বাঁচিয়ে রাখতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই জ্যোতিদের। এমন সমীকরণে টস হেরে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পেয়েছে লাল সবুজরা।
ঘরের মাঠ, ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের আত্মবিশ্বাস আর ব্যাটারদের দুর্দান্ত ফর্ম। সবকিছু মিলে সুখের এক ছবি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তবে, এই সুখস্মৃতিও হতাশায় রূপ নিলো চায়ের দেশ সিলেটে।
ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে র্যাঙ্কিংয়ের বিবেচনায় আয়ারল্যান্ডই যে এগিয়ে সে পরিসংখ্যান মাথায় নিয়ে মাঠে নামে লাল সবুজরা। তবে, সিলেটের ব্যাটিং বান্ধব উইকেটে যে এমন অঘটন ঘটবে তা হয়তো মাঠে নামার আগে কল্পনাও করতে পারেনি জ্যোতি-নাহিদারা। প্রথম টি-টোয়েন্টিতে জয়ের সম্ভাবনা জাগিয়েও হোঁচট খেতে হয় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। সিরিজে টিকে থাকতে জ্যোতির দলের জয়ের কোনো বিকল্প নেই।