বুধবার , ১৩ নভেম্বর ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ফ্যাসিজম দীর্ঘায়িত হয়েছে: অ্যাটর্নি জেনারেল

প্রতিবেদক
admin
নভেম্বর ১৩, ২০২৪ ৫:৫২ অপরাহ্ণ

সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে আনার পক্ষে মত দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। ফাইল ছবি

ডেস্ক রিপোর্টঃ

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে গণতন্ত্র, মৌলিক অধিকার ও আইনের শাসনের কবর রচনা করা হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে রুল শুনানিতে তিনি এ কথা বলেন।

বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন বেঞ্চকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, পঞ্চদশ সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করেছে। এই সংশোধনী বাতিল না হলে ৯০ ও ২৪ এর গণঅভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছে তাদের আত্মা শান্তি পাবে না।

পঞ্চদশ সংশোধনী মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল হাইকোর্টকে আরও বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ফ্যাসিজম দীর্ঘায়িত হয়েছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষুন্ন হয়েছে। ক্ষুন্ন হয়েছে সংবিধানের শ্রেষ্ঠত্ব। তাই পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হবে।

এ সময় সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে আনার পক্ষে মত দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আজ এ নিয়ে পঞ্চম দিনের মত পঞ্চদশ সংশোধনীর বৈধতার রুল শুনানি হলো।

সর্বশেষ - জাতীয়