নিউজ ডেস্ক : টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকায় ধান ভাঙানো মেশিনে কাপড় পেঁচিয়ে আলিয়া বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) সকালের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৪টায় মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই রুস্তম আলী বলেন, সকালের দিকে বাড়িতে ধান ভাঙানো মেশিন নিয়ে একজন আসে। পরে ধান ভাঙানোর সময় আমার বোনের কাপড়ের আঁচল মেশিনে পেঁচিয়ে যায়। এতে আমার বোন মেশিনে পেঁচিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে প্রথমে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় আমার বোন গেছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।