প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৫:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৩:৩৩ অপরাহ্ণ
ইতিহাস গড়লেন জ্যোতি
সুরমা পারের কথা ডেস্কঃ
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ইতিহাসের পাতায় নাম লেখালেন। বাংলাদেশের নারী ক্রিকেটের লঙ্গার ভার্সনে এখন প্রথম সেঞ্চুরিয়ান তিনি।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তিন দিনের নারী বিসিএলের ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের হয়ে ১৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন জ্যোতি।
তার এই ইনিংস ২০টি চার, ২ ছক্কার সমন্বয়ে তৈরি হয়। ২৫৬ বলে ১৫৩ রানে অপরাজিত থাকেন নিগার সুলতানা জ্যোতি।
নারীদের প্রথম শ্রেণির ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ানও বনে গেলেন তিনি।
জ্যোতির সেঞ্চুরিতে বড় লিড নিয়েছে মধ্যাঞ্চল। আগে ব্যাট করে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করেছিলো সোবহানা মোস্তারির উত্তরাঞ্চল। দলটির হয়ে ২৪৬ বলে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেছেন জাতীয় দলের ওপেনার ফারজানা হক পিঙ্কি। মধ্যাঞ্চলের নাহিদা আক্তার ৪৮ রানে শিকার করেছেন ৭ উইকেট।
সেই জবাবে দুই ওপেনার মুরশিদা খাতুন ও ফারজানা আক্তারের জোড়া ফিফটিতে ব্যাট হাতে ভালো জবাব দেয় মধ্যাঞ্চল। দুই ওপেনারের ভালো শুরুর পর জ্যোতি সেঞ্চুরিতে রাঙানো ইনিংস খেললেন। ৮ উইকেটে ৩৮৭ রানে ইনিংস ঘোষণা করেছে মধ্যাঞ্চল। উত্তরাঞ্চলের জান্নাতুল ফেরদৌস সুমনা ১১৩ রানে ৬ উইকেট নেন।
Copyright © 2025 surmaparerkotha. All rights reserved.