সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

অভিনেতা আল্লু অর্জুনের বাড়িতে এবার হামলা-ভাঙচুর

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ২৩, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

পুষ্পা ২’ সিনেমার কারণে আল্লু অর্জুনকে কম বিড়ম্বনা সইতে হচ্ছে না। এরইমধ্যে জেলে যেতে হয়েছে এই জনপ্রিয় অভিনেতাকে। এবার হামলা ও ভাঙচুর চালানো হয়েছে তার বাড়িতে। এ ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, আল্লু অর্জুনের বাড়ির সামনে একদল মানুষ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। কেউ বা আবার বাড়ির পাঁচিলে উঠে ঢিল ছুঁড়ছেন ভেতরে। অভিনেতার বাড়িতে ভাঙচুর হওয়ার খবর পেয়েই তৎক্ষণাৎ ছুটে যায় স্থানীয় পুলিশ। ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের প্যানেলের সদস্যরাই এই হামলা চালিয়েছে বলে গণমাধ্যমের খবর।

রোববার (২৩ ডিসেম্বর) হায়দরাবাদে আল্লু অর্জুনের জুবিলি হিলসের বাসভবনে বিক্ষোভকারীরা ভাঙচুর চালানোর পরে অভিনেতার বাবা আল্লু অরবিন্দ ভারতীয় গণমাধ্যমকে জানান, যারা তার বাড়িতে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে কয়েকজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বাড়িতে হামলার সময় তড়িঘড়ি করে পরিবারের দুই সদস্যের সঙ্গে সন্তানদের নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দিয়েছেন আল্লু।

আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ বলেন, আমাদের বাড়িতে কী ঘটেছে তা সবাই দেখেছে। তবে সময় এসেছে সে অনুযায়ী কাজ করার। এখন কোনো বিষয়ে প্রতিক্রিয়া জানানোর সঠিক সময় নয়। পুলিশ দোষীদের ধরে নিয়ে গ্রেফতার দেখিয়েছে।

গত ৪ ডিসেম্বর হায়দারাবাদের ‘সন্ধ্যা থিয়েটার’-এ ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে রেবতী নামের এক নারী ভক্তের মৃত্যু ঘটে। এই ঘটনায় তার নামে মামলা হয়। পরে ১৩ ডিসেম্বর হায়দরাবাদের জুবিলি হিলসের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় এই অভিনেতাকে। তবে একই দিন হাইকোর্ট থেকে জামিন পান তিনি।

সর্বশেষ - জাতীয়