বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪ | ১৫ই বৈশাখ, ১৪৩২
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

স্বামীকে বিয়ের জন্য চাপ দিতেন শিরিন শিলা

প্রতিবেদক
admin
নভেম্বর ১৪, ২০২৪ ৩:০৬ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক : সদ্যই বিয়ে করেছেন ঢাকাই চিত্রনায়িকা শিরিন শিলা। দীর্ঘ ছয় বছর সম্পর্কে থাকার পর প্রেমিক আবিদুল মোহাইমিন সাজিলকে বিয়ে করেছেন তিনি। বিয়ে হতেই শিরিন-সাজিল এখন সাক্ষাৎ সুখী দম্পতি।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিল এই তারকা যুগল। সেখানে কথা হয় তাদের প্রেমজীবন নিয়ে। শিরিন-সাজিলের ছয় বছরের এই সম্পর্কে বুনেছিল নানান গল্প। কোনো রাখঢাক না রেখেই প্রেমজীবনের যত গল্প অকপটে জানালেন নায়িকা।

শিরিনের কাছে জানতে চাওয়া হয়, প্রেমিক থেকে স্বামী বনে যাওয়া সাজিলের সম্পর্কে। তাতেও আপত্তি প্রকাশ করলেন না নায়িকা। তবে শিরিন দাবি করলেন, তাদের বিয়েটা নাকি আরও আগে হতে পারত। শুধুমাত্র সাজিলের কারণেই শুভ কাজটা পিছিয়েছে।

বিনোদন জগতের কে না জানতো শিরিন-সাজিলের প্রেমের কথা। সেক্ষেত্রে বিয়ে নিয়ে শিরিনকে কটাক্ষের মুখেও নাকি পড়তে হয়েছে। এতে স্বামীকে বিয়ের জন্য চাপ দিতে বাধ্য হয়েছিলেন শিরিন।

নায়িকার কথায়, ‘যেহেতু আমাদের লং রিলেশনশিপ, তো আমাকে সাংবাদিকরা প্রায়ই প্রশ্ন করত। ফেসবুকে বাজে বাজে কমেন্টস আসতো, তো আমি তখন তার (সাজিল) ওপর রাগ করতাম। বলতাম, দেখো আমাকে নিয়ে ট্রল করা হচ্ছে, তুমি কেন আমাকে বিয়ে করছ না। করোনা গেল, এই সেই সমস্যা, এসব বলে বলে শুধু বিয়ের তারিখটা পিছিয়েছে।’

প্রেমজীবনে রাগ-অভিমান প্রসঙ্গে নায়িকা বলেন, ‘সম্পর্কে থাকাকালীন আমাদের ব্রেকাপও হয়েছে, সাময়িক ব্রেকাপ। ওর সাথে আমার ঝগড়া লাগত, ঝগড়া করে রাগ করে ব্লকও করে দিয়েছি। কিন্তু আমি রাগ করে থাকতে পারতাম না ওর ওপর। আধা ঘণ্টার ওপর কীভাবে যেন আমার রাগটা ভাঙিয়ে দিত।’

কাজের সূত্রেও কোনো শিরিনকে কখনও বাধা দেননি সাজিল। বরং আরও সমর্থন, উৎসাহ দিতেন প্রেমিকাকে। সাজিলের প্রশংসা করে শিরিন বললেন, ‘ওর মধ্যে আমি কখনও হিংসা দেখতাম না। ও সামনে বসে থাকলেও হিরোদের সঙ্গে আমি শ্যুটিং করতাম। আমি যখন ‘আনইজি’ ফিল করতাম, ও বলতো এটা তো তোমার কাজ, আমাকে দেখে লজ্জা পাচ্ছ কেন। আর আমি যেসব হিরোদের সঙ্গে শ্যুটিং করেছি, সব পরিচালক, প্রযোজকদের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল সাজিলের।’

এ সময় পাশে দাঁড়িয়ে ছিলেন সাজিলও। দ্বৈত এই বক্তব্যে দুজনের কথায় সম্মতি ছিল। তাদেরকে একসঙ্গে হাসতেও দেখা যায় সেই মুহূর্তে।

উল্লেখ্য, শিরিন-সাজিলের প্রথম সাক্ষাৎ হয় ২০১৮ সালের ১০ অক্টোবর। ৬ বছর আগের প্রেমের শুভদৃষ্টির দিনটিকে স্মরণ করে গত ১০ অক্টোবর বিয়ে সারেন তারা। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ছোট পরিসরে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।

শুক্রবার সিলেটে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

হবিগঞ্জে ফেসবুক পোস্টকে ঘিরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫০

সাবেক সংসদ সদস্য রিপু গ্রে প্তা র

রাসুল (সা.)’র রওজা শরিফ জিয়ারতে নতুন নির্দেশনা

সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি করা সেই শুভ গ্রে প্তা র

সিলেটে ডোবা থেকে অজ্ঞাত এক পুরুষের লা শ উদ্ধার

সিলেটে নিলামে উঠছে ‘সাদা সোনা’

বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত

কোনোদিন রূপনগরে যাইনি রিমান্ড শুনানিতে জ্যাকব