শনিবার , ২৩ নভেম্বর ২০২৪ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

প্রেমিকার বিয়ে হওয়ার সংবাদ পেয়ে প্রেমিক দুবাই থেকে দেশে আসছে

প্রতিবেদক
surmaparerkotha
নভেম্বর ২৩, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক : হৃদয় ও সুমী রাণী সরকার তারা দুজনই একে অন্যকে পেতে মন দেয়া-নেয়া চলছিল প্রায় ৪ বছর যাবত। তারা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে অনেক জায়গায় বেড়াতে গিয়েছেন। এখন প্রেমিকা সুমী রানীর বিয়ে তার পরিবার অন্য জায়গায় দেয়ার সংবাদ পেয়ে প্রেমিক হ্রদয় সুদুর প্রবাস (দুবাই) থেকে দেশে আসছে।

এমন প্রেমিক-প্রেমিকা হলেন-নবীগঞ্জ উপজেলাে ৪নং দীঘলবাক ইউনিয়নের বানিপাতা গ্রামের অনকুল সরকারের পুত্র হ্রদয় সরকার (২২) ও একই উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের লক্ষীপুর গ্রামের শৈলেন সরকারের কন্যা সুমী রাণী সরকার (১৯)। সুত্রে প্রকাশ-আত্মীয়তার সুবাদে হ্রদয় সরকার ও সুমী রাণী সরকারের মধ্যে প্রেম দেয়া-নেয়া চলছে প্রায় চারবছর যাবত। সম্প্রতি প্রেমিক হ্রদয়-কে তার পিতা-মাতা অন্যত্র বিয়ে করাতে চাইলে প্রেমিকা সুমী রাণী সরকার অনশনের হুমকি দেয়। এতে বিয়ে ভন্ডুল হলে প্রেমিক হ্রদয় প্রবাস দুবাই পাড়ি জমায়। সেখান থেকে সে জানতে পারে প্রেমিকা সুমী রানীর বিয়ে আগামী সোমবার একই উপজেলার করগাঁও ইউনিয়নের বড় শাকোয়া গ্রামের গোপাল সরকারের পুত্র বিশ্বজিত সরকারের সাথে। এতে প্রবাসে হ্রদয় ছটকে পড়ে এবং সে দুবাই থেকে দেশে আসার প্রস্ততি নিচ্ছে। দুবাই থেকে প্রেমিক হ্রদয় জানায়-যদি সুমী রানীর বিয়ে অন্যত্র হয় সে দেশে এসে আত্মহত্যার পথ খুঁজবে।

খোঁজ নিয়ে আরো জানা গেছে যে-সুমী রানী সরকার ও হ্রদয় সরকারের প্রেম এমনভাবে পৌছেছে যে কোন একটি আনন্দঘণ মুহুর্তে সুমী রানী তিন আঙ্গুল উচিয়ে বিজয় চিহ্র দিয়ে তাদের প্রেম ভাঙ্গবেনা বলে একশ পার্সেন্ট নিশ্চিত করেছে। যাহা এখন স্মৃতি হয়ে থাকবে। এমনকি তাদের গোপন প্রেমের সম্পর্ক মোবাইলে ইমু-হোয়াটসআপ চ্যাটে প্রমান রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে প্রেমিক হ্রদয় জানায়- যদি সুমী রাণী সরকার অন্যত্র বিয়ে হয় সে তার জীবন বিলিয়ে দিতে আত্মহত্যা করতে দ্বিধাবোধ করবেনা।

অপরদিকে প্রেমিকা সুমী রাণী সরকারের পিতা শৈলেন সরকারের মোবাইলে কয়েকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।প্রেমিক হ্রদয় সরকার ও প্রেমিকা সুমী রানী সরকারের দীর্ধদিনের প্রেমের সম্পর্ক ভাঁঙ্গনের সংবাদ পৌছলে তাদের নিজ গ্রাম বানিপাতা ও লক্ষীপুরে আলোচনা ও সমালোচনা চলছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় লাঞ্ছিত সেই মুক্তিযোদ্ধা আশ্রয় নিলেন ফেনীতে

হবিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ১৫০

ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে এফবিআইপ্রধান করলেন ট্রাম্প

রাসুল (সা.)’র রওজা শরিফ জিয়ারতে নতুন নির্দেশনা

দুর্নীতিবাজরা কীসের বিশ্বাসে নামাজ পড়ে— প্রশ্ন উপদেষ্টা আসিফ নজরুলের

দুর্নীতিবাজরা কীসের বিশ্বাসে নামাজ পড়ে— প্রশ্ন উপদেষ্টা আসিফ নজরুলের

পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ফ্যাসিজম দীর্ঘায়িত হয়েছে: অ্যাটর্নি জেনারেল

সিলেটে জুয়া খেলার অভিযানে চার যুবক আটক

জুলাই অপরাধীদের বিচারে জাতি ঐক্যবদ্ধ: প্রধান উপদেষ্টা

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।

পানির নিচে সেন্টমার্টিনের প্রায় ৪০ শতাংশ এলাকা